বশেফমুবিপ্রবিতে মির্জা আজম এমপি'র জন্মদিন উদযাপন

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১১ পূর্বাহ্ন   |   জন্মদিন

বশেফমুবিপ্রবিতে মির্জা আজম এমপি'র জন্মদিন উদযাপন

বশেফমুবিপ্রবিতে মির্জা আজম এমপি'র জন্মদিন উদযাপন  

মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি):



বর্ণাঢ্য আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা আলহাজ্ব মির্জা আজম, এমপি এর ৬১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। 


এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের উদ্যোগে কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ যোগ দেন। 


আলহাজ্ব মির্জা আজম, এমপি কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য বলেন, জামালপুরের ২৬ লক্ষ মানুষের প্রতিনিধি আলহাজ্ব মির্জা আজম, এমপি শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ব্যক্তিত্বে, নেতৃত্বে তিনি অনুকরণীয়। তিনি তাঁর এলাকায় শিক্ষা বিস্তারে যত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এর দ্বিতীয় নজির নেই দেশে । সদা শিক্ষানুরাগী ও সমাজসেবী এই মানুষটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা।


'তিনিই প্রথম এই জনপদে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এরই আলোকে প্রতিষ্ঠা করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজ। যার প্রেক্ষিতে নানা চড়াই-উতরাই শেষে আমরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছি।'


বিশ্ববিদ্যালয় পরিচালনায় আলহাজ্ব মির্জা আজম, এমপির সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে তিনি বলেন, তাঁর সার্বিক সহযোগিতা ও শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের কঠোর পরিশ্রমে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের একই সময়ে প্রতিষ্ঠিত অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগিয়ে রয়েছে। যা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে এই প্রতিষ্ঠানকে।


এক্ষেত্রে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য।   


এদিকে জন্মদিনের কেক কাটা শেষে আলহাজ্ব মির্জা আজম, এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমান,শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীগন উপস্থিত ছিলেন।

জন্মদিন এর আরও খবর: